ভাবনাগুলো জীবন থেকে অনেক দূরে সরে যায়
জীবন শুধু তার নিয়মেই বয়ে যায়
না শুনে না আমার কথা,
না শুনে সে তোমার কথা।
আমরা কেবল দেখতে পারি
দেখতে পারি বয়ে চলা
জীবনটা।
অনেক কিছু করতে পারি ভাবনা আসে-
করতে গেলেই বুঝতে পারি জীবন কি সে,
সেই তো জীবন সুখে-দুখে
আটাকে থাকা।
কখনো বা বালুর মত ঝরে পড়া
কখনো বা পাথর হয়ে জমাট বাঁধা
হয়ত জীবন মাঝে মাঝে
বৃষ্টি ভেজা,
ভিজে ভিজে নেতিয়ে পড়া ফুল, পাতা
তবু জীবন-
জীবন তবু বয়ে চলে তার নিয়মে-
ভাবে না সে রাজা-প্রজা।


তারিখ:29.06.15
ঢাকা।