ধর্মাধর্ম-৬১
জীবন যত কঠিন হোক
চলতে তবু হবে
কঠিন জীবন মেনে নিয়ে
জীবন বয়ে যাবে
হয়নি জীবন কারো তো, সহজ সরল এত
ভাল মন্দ জীবন পথে আসে শত  শত।


ধর্মাধর্ম-৬২
বাঁধার ভয়ে পিছিয়ে থেকে
বল কি আর হবে
ভয়ে যত ভিরু হবে
সময় বয়ে যাবে
বাঁধার আঁচল টান মেরে দূরে ছুড়ে ফেলো
মুক্ত পায়ে একলা হলেও সামনে ছুটে চলো।



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা, পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)