প্রতিদিন যা রোজগার করি তা ওই সিন্ধুকেই রাখি
সিন্ধুক আবার বন্ধক রাখে কার কাছে কে জানে।
সিন্ধুক খুলে যখন দেখি তখন তাতে আর আমার
রোজগারের কিছুই ছিলনা, ছিল যা দ্বারা রোজগার
করেছি তারই উচ্ছিষ্ট খড়-কুটা আর মাটির ঢেলা।
ভাবতে পারিনি আমার সঞ্চয় গুলো ইঁদুরের রক্ষণে
চলে যাবে। নিরাপদ বিশ্বাসে রক্ত জল করা সঞ্চয়
সিন্ধুকের ভেতরেই রেখেছিলাম।কিন্তু সিন্ধুকের মাঝে
যে ইঁদুর বাসা বেঁধেছে কিছুতেই তা জানতে পারিনি
কেবল মাঝে মাঝে রাতে ইঁদুরের কুট কুট শব্ধ শুনেছি
গা করিনি কোনদিন।সর্বনাশের পর জানতে পারলাম
আমার সকল সঞ্চয় ইদুরে কেটেছে, নষ্ট হয়ে গেছে
সকল আশা-ভরসা।


তারিখঃ03.08.15
ঢাকা।