এস কিছু কাটা ভরা মাঠ, ঘাট পেরিয়ে,
একেবারে যাই চলে কিছু পথ হারিয়ে।


জীবনের কত পথ এসেছি তো পেরিয়ে,
বাকি পথ চলো যাই আসি মোরা বেড়িয়ে।


সব কিছু ভুলে গিয়ে আঁখি জল পেরিয়ে,
অজানার হাতখানি ধরে চলি নাড়িয়ে।


সারক্ষণ দেহ মন যদি জ্বলে আগুনে,
জীবনটা নিভে যাবে জীবনের দহনে।


ভুলে যাও ওগো ভাই সুখ-দুখ সবেতে,
মেতে উঠো সব ভাই দুখ-সুখ হাসিতে।


ভুলে থাকি কিছুক্ষণ বেদনাকে মাড়িয়ে,
আয়ুটাকে দেই মোরা এক দিন বাড়িয়ে।


তারিখঃ ১৭।০৮।১৫
ঢাকা।