হারিয়ো না আশা তুমি  হেরে  যেও না,
আশা বিনা বাঁচা সেতো বেঁচে থাকা না।


আশা হত  প্রাণ  কাঁদে সব হারা মেনে,
আশাতেই বাঁচে প্রাণ, মন সেতো জানে।


হেরে গিয়ে থেমে থাকা, ঠিক  কথা  নয়,
সময়ের  কাছে  আরো  রয়েগেছে  দায়।


কেন  বৃথা ভেঙ্গে পড়ো আশা হারিয়ে,
কত জন আছে পাছে কত আশা নিয়ে।


সব আশা  মলিনতা  হতে  দিও না,
সকলের আশা তুমি ভেঙে ফেল না।


জেনেছ যে, নিউটন হেরেছিল জীবনে,
জীবনের  পরিশ্রম  পুড়েছিল  আগুনে।


পূণরায়  তিনি তায়  দিয়েছিলেন জোড়া,
আজ তাই নিউটনের খ্যাতি জগৎ জোড়া।


তুমি  আমি  কেন তাই  হব দিশা হারা?
আশা দিয়ে ভেঙে দেব আঁধারের কারা।


তারিখঃ ২৩।০৮।১৫
ঢাকা।