তুমিই  তো মা ছিলে-
জন্ম দিয়েছিলে আমায়,
আদর স্নেহে মানুষ তো মা তুমিই করেছিলে।
একটু চোখের আড়াল হলেই
পিলে তোমার চমকে উঠেছে-
চেচিয়ে বলেছ-কোথায় গেল আমার সোনা
পাড়াময় দাপিয়ে, কাপিয়ে এক করেছিলে সে তো তুমি
সেই সে মাগো আতুড় ঘরের আদর স্নেহ
কান্নাজলের ময়লা, স্নান সাফ করেও বুকে তুলে
চুমোয় চুমোয় ভরিয়ে দিয়েছিলে..


কোথায় তুমি সেই তো আমার ঘুমপাড়ানি মা
চাঁদের আলোয় দুলে দুলে
রাজকুমারের স্বপ্ন এঁকে কপোল দলেছিলে


আজকে আমি ভীষণ একা, মাতৃহীনা,
জগৎ আমার সঙ্গ হারা,
অন্ধকারের বিষের কারা,
আলোর পানে চাওয়াই হল ভার।


মাগো, তুমি আমার খেলার সাথী
সুখে-দুখে, কান্না-হাসির করুন বাঁশির
সুরে ও তবু বুকেই টেনেছিলে।
আজকে আমার রাতবিছানা ছন্নছাড়া
শিউলি ঝরা এলোমেলো-কোথায় ফেলে গেলে।


কোন বিছানায় রাত প্রশ্বাস যাচ্ছে বলো মিলে,
কোন অভিমান, কিসের জ্বালায় জীবন জ্বালিয়ে গেলে?


মাগো, সকল ভুলে অচেনা লোক আপন করে নিলে
তবে কেন তুমি আপন করে গড়েছিলে তিলে, তিলে?
কেন তুমি দুধভাত কাকের থেকে কেড়ে নিয়েছিলে?
কেন তুমি আদর আদর খেলা খেলেছিলে?


মাগো পর পুরুষই আপন হল!!
মাতৃরূপ একটিবার ও কাঁদল না? কাপল না গো
হৃদয় তোমার, স্নিগ্ধ আমার রূপের আলোয়
হৃদয় কি মা জ্বল্ল না?
কোন অভিমান বিষের হানা
তোমার চোখে তুল্ল ফনা?

আমি তো মা তোমার শরীর
আমি তো আর অন্য না
ফিরে এস, ফিরে এস মা নাড়ীর বাঁধন ছিড়ো না,
মাগো, আমি তোমার অবোলা সেই কন্যা।


তারিখঃ৩১।০৮।১৫
ঢাকা