বাতাসে কাশের পালক শারদ সীমাহীন
জল রঙে সাদা আকাশ নীলাভ দুতি
তবু প্রেম মাঝে মাঝে ভাদ্দুরে রোদ
তুমি আমি সে রঙে হয়েছি বিলীন


পড়ন্ত বিকেলটা পড়তে কি চায়
তুমি আমি হাত ধরি কাশের গায়
সাদা আর লাল শাপলা ‍দুটি কত কথা কয়
কলমী একা শুধু মনে ব্যাথা পায়।


তারিখঃ ১৮।০৯।১৫
ঢাকা।