যুদ্ধের বিপরীতে শান্তির অপেক্ষাই
যুদ্ধকে তাড়িত করে সমাপ্তির দিকে।


কে চায় বলো যুদ্ধ বিগ্রহ, অনাহারী কান্না,
তবু -রক্ত জলে স্নান করেই সূর্যদয়ের
নিরবতা উপভোগ করতে হয়।
সেও ভাল যুদ্ধ তো থেমে যায়।


কিন্তু, বিশ্বে আজ কি ঘটে চলেছে......
কি মানে আছে, এই কি যুদ্ধ, এ কেমন যুদ্ধ?
এমনটাই প্রতিপন্ন হয়-
পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে তবু এ
মানবিক যুদ্ধ কোনদিন থামবে না।


কার শক্তি বড় সেটাও নয়-
মান-সম্মান জলাঞ্জলী দিয়েই এ যুদ্ধ সমঝোতার
পথে পা দেয়।
তখন সমঝোতার আর দরকার কি?


অনুরোধ আমার তোমরা নৃশংসতা বন্ধ করো,
ধর্মের নামে অধর্ম করো না,
নারীকে লাঞ্ছনার হাত থেকে রক্ষা করো
বিবেকের বাঁধা মানো।


ঘরে বাইরে শৃঙ্খলা আনো।


তারিখঃ১৮।১০।১৫
ঢাকা।