এতদিন যা ছিলাম আজো তাই আছি
ছাড় দিয়ে চলাটাই যে ধর্ম আমার।
ছেড়েই চলি।
বেশি কিছু আশাতো করিনি কখনো
সাদামাটা জীবনে চলতে চেয়েছি ক্ষণকাল।
তবু টেনে হিঁচড়ে কেন যে সব বড় করতে
চাও? জানি নে।
আমার ঐ সয়ে চলা অভ্যাস কোনদিন
ত্যাগ করতে পারব না।
নিজেরই লোকসান গুণে,গুণে পথ চলা আমার।
জোর কখনো করিনি, করব ও না।
জোরাজুরি-ওতে আমি বিশ্বাস করতে পারি না।
চাইলে তুমি ও যেতে পার-
আমাকে ছেড়ে-তোমার সুখের ঠিকানায়।
কখনো বাঁধা দেবনা, ভুল করে ও না তোমাকে
কাঁদতে দেব না।


যদি বলো পিছু ফিরেও চাইবো না
চলে যাবার সময়। তাও মেনে নেব।
তবে ভালবেসেছিলাম কি না এ প্রশ্ন যেন কখনো
করো না।
যারা ছেড়ে চলে যায়, তারা এসব কিছুকে উপহাস
করে চলে যায়।
ভালবাসাটাসা ওদের পরিবর্তনশীল।


তারিখঃ২৫।১০।১৫
ঢাকা।