প্রিয়া মজুমদার,


এইতো সেদিন-
তোমাকে দেখলাম।
প্রথম দেখাতেই...
ওহ না!
দ্বিতীয় দেখাতে,
তোমাতে বিভোর হলাম।
হয়তো-বা দু'তিন ফুট দুরত্ব ছিল-
তোমার - আমার মাঝে।
তবুও আমাদের  কথপোকথন
সীমাবদ্ধ ছিল মুঠোফোনে।
কেন জানি হটাত -
তোমার হাসি দেখার প্রচন্ড কামনায় উতলা হলাম।
অনুরোধ করলাম -
হাসলেও তুমি।
কিন্তু,
আমি কি পারলাম হতে শান্ত?
তোমার ওই মোহময় হাসি,
হলো এই অধমের গলায় ফাঁসি।
তোমারই প্রেমের কান্ডারী হলাম,
হয়ে গেলাম আমি অশান্ত।


জানিনা-
কেন তোমার নাম ওইদিন মজুমদার দিয়েছিলাম।
তবে এই নামটা,
এই 'মজুমদার' - শব্দটা
আমায় প্রতিদিন ভালবাসা শেখায়।
তোমাকে নিয়ে ভাবায়।


সুনয়না,
তোমার ওই চাঁদমুখ খানা-
কয়েকবার হয়তো দেখেছি।
কিন্তু ভুলতে বসেছি।
তবে আমার মজুমদার'র মুখখানা-
আহা! আমার দু'নয়নে লেপ্টে আছে যেন,
যা আমি এই আমার
হ্যা, আমার হৃদয়পটে এঁকেছি।


প্রিয়া,
তুমি আমার চিত্তে মিশে গেছ।
তোমাকে ভুলার মত ব্রেইন আমার নাই।
বড্ড ভালবাসি আজও তোমায়।
তবে সেই আগের মতনই -
একতরফা ভালবাসা যেমন।


২০ নভেম্বর ২০২৩
শনির আখড়া, ঢাকা।