বাবাকে শুধালাম -
বাবা, যুদ্ধ মানে কী?


বাবা বললেন-
সেই যে ঊনিশ-শ-একাত্তর
আবাল-বৃদ্ধ-বণিতা
মরণ যাতনায় কাতর।


বাংলার সব তরুণ-দামাল
প্রতিশোধে রক্তবর্ণ চোখ,
জীবন যাবে যাক না তবু-
বাংলাদেশ টা বাঙালির হোক।


মা'কে শুধালাম-
মা, স্বাধীনতা মানে কী?


মা বললেন-
মায়ের ভাষায় কথা বলা
মনের ভাব প্রকাশ।
বায়ান্নতে পেলাম মোরা
রফিক, বরকত লাশ।


একাত্তরের যুদ্ধ শেষে
মুক্ত বাংলামাতা,
পাকিস্তানি শোষক হতে
পেলাম স্বাধীনতা।


১১ ডিসেম্বর ২০২৩
রাকুদিয়া, বরিশাল।