কে গো তুমি ঝিনুক থোকাও সাগরের ধারে
চুল গুলু এলোমেলো অালতা রাংগা পায়ে,
শাড়ির আচল ইচ্ছে করে কেন বাতাসের গভীরে উড়াও
সাগরের লুনা পানিতে হাটতেছ অাবার কেন নিজেকে হারাও,
কোন দেশেরই অচেনা পরী কোন এক প্রণয়িনী
বালুচরে ভুল করে লিখছ কার কাহানী,
অল্প বৃষ্টিতে ভিজতেছ অাবার কেন হাত বারাও
অাকাশ কালো মেঘ ঝমেছে এবার ঘরে ফিরে যাও।