তুমি হলে বিচিত্র রুপের
কলাভৃৎ এক সন্ধা-মালতী
তুমি হলে ফুটন্ত গোলাপের
অরণ্যের মাঝে পুষ্পের বিকাশ,
তুমি হলে ভোরের সকালের পাঁখির ডাক
শিশির ভেঁজা কুয়াশার মৃদু বাতাস।
তুৃমি হলে জোৎস্না রাতের
সুনীল অাকাশের বিশালতা,
তুমি হলে নীল শাড়ীর
সু-অবহিত সর্বোত্কৃষ্ট রমনীয়তা।
তুমি হলে সমুদ্রের
বালুকাময় বেলাভুমি,
তুমি হলে পাহাড়ে উঠা
চিৎকার অাওয়াজের প্রতিধ্বনি।
তুমি হলে রাতের বৃষ্টি,
তুমি হলে পায়ের নুপুর কপালের টিপ
তুমি হলে কাঁজল কালো চোঁখের দৃষ্টি।
তুমি হলে বিকেল বেলার
উুড়ন্ত সেই রঙিন প্রজাপতি,
তুমি হলে সকাল বেলার
ঘুম ভাঙ্গানো সেই কাঁচের চুড়ি।