==========================

সবুজ শ্যামল সোনার বাংলার অজো পাড়া গায়
আমাদের এই ছোট্ট  গ্রামটি দাড়িয়ে আছে টায় ।

দুটি পাড়ায় বিভক্ত আমাদের কাটাল খাইড় গ্রাম
উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া এই দুটি নাম ।

গ্রামের ঠিক পশ্চিম দিকটি দেখতে অপরূপ নীল
সেটি মোদের সোনার হরিন গ্রামের কালিয়া বিল ।

সেই বিলেরই চৌদিকেতে সোনা ফলে মাঠে
কৃষি প্রধান গ্রামবাসীদের সেথায় সকাল সন্ধ্যা কাটে ।

বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিতে নামে পাহাড়ি ঢল
কালিয়া বিলটি বরাট হয়ে থৈ থৈ করে জল ।

ঝর বৃষ্টি বাদল দিনে ভাসিয়ে সেথায় ভেলা
কিশোর-যুবক মনানন্দে খেলে নানান খেলা ।

কার্তিক মাসে ভাটার টানে বিলটিতে থাকে হাটু জল
পোলো দিয়ে মাছ ধরতে যায় গ্রামের যুব-বুড়ুর দল ।

অগ্রহায়ণের নতুন নবান্নে কৃষক-কৃষানীর মুখে হাসি
সবুজ শ্যামল গ্রামটি আমার হৃদয় দিয়ে ভালবাসি ।।

——————-//——————

তারিখ :- ১৭ই অক্টোবর ; ২০১৮
স্হান :- ব্লাইত ; নিউকাসল ।