——————-//——-


হেমন্তের সেই দুপুর বেলা সাজানো কলেজের আঙ্গিনা
অগ্নিবীণা’র সতেজ এক ঝাঁক তরুনের মিলন মেলা
চোখে মুখে তাদের প্রতীক্ষার ছবি
এই আসছে , এই আসবে কবি
আসবে ছাত্র শিক্ষক অতিথি -
আসবে গুনীজন -
শুরু হবে আজকের আয়োজন ।


নীলিমার নিচে এই বসুন্ধরা
আনন্দে উৎফুল্লে সবাই আত্মহারা
ধীরে ধীরে শুরু হয় লোকসমাগম
তারি মধ্যে কবি এবং অতিথির আগমন ।


স্বাগতম স্বাগতম বলে তরুনের দল
ফুলের মাল্য দিয়ে বরণ করে অতিথি সকল
অবশেষে শুরু হয় কাংখিত সভার কাজ
“স্মৃতির ডায়েরী” বইটির মোড়ক উম্মোচন ছিল সভার তাঁজ ।
একে একে ছাত্র-শিক্ষক এবং অতিথিদের প্রানবন্ত সুর
কলেজ অডিটরিয়ামটি আনন্দ উত্সবে হয়ে উঠে ভরপুর
ভালবাসায় হৃদ্ধতায় সিক্ত হয় কবি মন
জীবনের খাতায় স্মরনীয় থাকবে সেই স্মৃতি’ক্ষণ।


——————-//————-


সময়কাল :- ৮ই নভেম্বর ; ২০১৯ সাল
    স্হান   :- টানদুরী হাউজ ; ব্লাইত ; নিউকাসল ।