——————————


যেতায় জন্মে বেড়ে উঠেছি জীবনের সিড়ি বেয়ে
মনটি আমার পড়ে আছে সেথায় ;
এঁকেছিলেম কতশত স্বপ্ন
সবুজ শ্যামল গাছ গাছালির নীড়ে ,
কি-যে মধুর শৈশব স্মৃতি আমার গ্রামটি ঘিরে ।


রোজ প্রভাতে নাস্তা সেরে সূর্য উঠার আগে
বাড়ির পাশে মক্তবেতে যেতাম ;
ভাই-বোনেরা আর পাড়ার সবাই মিলে
মনানন্দে গল্প গুজবে একি পথ ধরে ,
কি-যে মধুর শৈশব স্মৃতি আমার গ্রামটি ঘিরে ।


বেলা বাড়ার সাথে সাথে বন্ধু-বান্ধব সবাই
বাড়ি হতে তিন-এক মাইল দূরে ;
শিক্ষা নিতে আমাদেরই প্রাথমিক বিদ্যালয়ে
সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে মেটো পথ ধরে
কি-যে মধুর শৈশব স্মৃতি আমার গ্রামটি ঘিরে ।


স্কুল শেষে ছুটির ঘন্টা বেজে উঠার সাথে
আনন্দেতে বই খাতা সবাই নিয়ে হাতে ;
তড়িৎ বেগে বাড়ির দিকে হেটে হেটে যেতাম
সময় যেন পিছন দিকে তাড়া করে ফিরে ,
কি-যে মধুর শৈশব স্মৃতি আমার গ্রামটি ঘিরে ।


বিকেল বেলা পড়ার সাথী বন্ধু-বান্ধব মিলে
একি সাথে খেলার মাঠে যেতাম দলে দলে ;
খেলতে খেলতে দিন ফুরিয়ে সন্ধ্যা তাঁরার সাথে
দলবদ্ধ সেই পাখীর মত সবাই ফিরি নীড়ে ,
কি-যে মধুর শৈশব স্মৃতি আমার গ্রামটি ঘিরে ।।


——————-//—————-


তারিখ :- ২৫ শে সেপ্টেম্বর , ২০১৮
ব্লাইত , নিউকাসল ।