=================


নীলিমার নীচে সমুদ্রের পাশে
গাড়ীতে বসে সৈকতে ;
                  তোমার প্রতিচ্ছবি ভেসে উঠে
                       হৃদ মাজারের আয়নাতে ।


যৌবনের সেই সবুজ দিনে
তোমার বুকে ভাসিয়ে ভেলা ;
                 মনের আনন্দে খেলেছি আমি
                      সকাল থেকে সন্ধ্যাবেলা ।


ভরা মৌসুমে দেখেছি আমি
তোমার গর্জন আর তোমার সুর ;
              মাতাল হাওয়ায় ঢেউয়ের তালে
                        কানে বাজতো সু-মধুর ।


তোমার বুকে কেটেছি সাঁতার
তুলেছি কত শাপলা ফুল ;
                 সাঁঝের বেলা দখিনা হাওয়ায়
                       ধানের শীষে খেত দোল ।


মাঝি-মাল্লা পাল তুলে নায়
গাইতো সুরে ভাটিয়ালি গান ;
                       পাগল করা গানের সুরে
                    জুড়াতো মোদের দেহ-প্রাণ ।


শ্রাবণের অঝর বৃষ্টি ধারায়
আজও মনে পড়ে হে “বানাই হাওর” ;
          স্মৃতির ডায়রী’তে তোমার মোহনীয় রূপ
                   কাব্যে সাজাই বসে তেপান্তর ।।


—————-//—————-


তারিখ :- ১৩ই অক্টোবর ; ২০১৮
       ব্লাইত ; নিউকাসল ।


(নোট:- আমাদের বাড়ি থেকে আধ মাইল দূরে
অবস্হিত হাওরটির নাম (বানাই হাওয়ার) ।
এই হাওরটি ছিল ভাটি অঞ্চলের প্রাণ ।
বর্ষা মৌসুমে হাওরটিকে সমুদ্রের মত দেখাতো ।)