আষাঢ়ের এই বৃষ্টি ভেজা দিনে
                ভারত যাওয়ার আসে,
           আট বালকের দুরন্ত মন নিয়ে
         বোবার থলের দুর্জন জঙ্গল দিয়ে,
        যাচ্ছি আমরা ছেপাক ছেপাক করে
       এঁটেল মাটির থপথপে পেঁকে দিয়ে।
        দুর্জন জঙ্গলে দুরন্ত সন্ধ্যার মাঝে
     নির্ভয়ে যাচ্ছি আমরা বর্ডার কিনারেতে।
            হঠাৎ থমকে বর্ডারের পাশে,
       থর থরে কাঁপছে আট বালকের মন।
      ফিরে চল ফিরে চল দুরন্ত সেই গতি
        বর্ডার দেখব না ফিরে চল বাড়ি।
         তবে এই জায়গা ভারি মজার
               যাওয়া আশার বাঁধ
      দেখলাম আমরা, এক গঙ্গার সাঁজ
উলঙ্গ হয়ে  হারি গেল আট বালকের লাজ।।


(বি,দ্রঃবর্ডার দেখতে যাওয়ায় যা হয়েছিল।)