ভালোবাসা মানে দুচোখের জল।
নদীর ঢেউ  যেমন একপাশ থেকে
অন্য পাশে না লাগলে তার কোনো মানে থাকেনা,
তেমনি,একজন ভালবাসলে সেই ভালোবাসার
কোনো মূল্য হয় না।
ভালোবাসার অর্থ টাই ভিন্ন, যার নাম ত্যাগ।
কিন্তু কার জন্য করব ত্যাগ, যে কিনা আমার ভালোবাসা বুঝতে চায় না
যারা ভালোবাসে তারা ভালোবাসি, এই কথা টাকে বুঝানোর জন্য অনেক কিছু করে।
কিন্তু যাকে বুঝাতে চাই সে বুঝেও
না বুঝার ভান করে
তাহলে,
ভালোবাসা কি?ভালোবাসার মানে কি?
যে ভালোবাসায় কেউ কারো না এমনকি
নিজেও নিজের না।
তাহলে ভালোবাসা কি? ভালোবাসা তারই নাম যা কিনা ঈশ্বরের দান।
যা মানব সভ্যতার এক অপূর্ব অলংকার।
ধর্মগ্রন্থ বলে, জীবে প্রেমে করে যেই জন
সেই জন সেবিচে ঈশ্বর।
তবে হে মানব কেনো চোখের জল।