আমরা মানুষ আমরা হইয়াছি স্বার্থপর-
নিজের বুঝ নিজেরাই বুঝিয়া থাকি,
স্বার্থের তরে সর্বসময় পরে থাকি ।
তবে কেন হে মনুষ্য জাতি -
কেন এমন আকাঙ্ক্ষা,
কেন করিতেছি এতো লোভ লালসা।
আমাদের মনে নেই কোনো দয়া -
নেই কোনো ভালোবাসার কোনো স্থান।
'আমরা,
দূর্বল -কে বানিয়েছি শত্রু আর বলবান কে বন্ধু,
সবকিছু করিতেছি স্বার্থের তরে।
আমরা জীবের মধ্যে  সৃষ্টির সর্বশ্রেষ্ঠ
কিন্তু জ্ঞানে হইয়াছি নিকৃষ্ট।