মেয়ে তুমি অতী ভাগ্যবতী,
যেমন-ই ঈশ্বর করেছে তোমায় সৃষ্টি।
মেয়ে তুমি অতী গুণবতী,
নিজের জীবন-কে নির্বাহ কর হয়ে সত্যবতী
জন্মের পর পিত্রালয়ে হউ তুমি মা লক্ষী।
কৈশোর কাল যায় তোমার হাসিতে খেলিতে
মা লক্ষী সাজে।
যৌবন কালে যৌবতী পিত্রালয় ছাড়িতে তোমার দুঃখের আহাজারি,
মেয়ে তুমি অতী ভাগ্যবতী।
স্বামী গৃহে যাও তুমি, দেবী অন্নপূর্ণা হয়ে
তারপরে তে সন্তান কূলে লউ তুমি, মা জননী হয়ে।
নিজের জীবন কে নির্বাহ কর সত্যবতী হয়ে।
তাই তো সমাজ বলে তোমায়
মেয়ে তুমি অতী ভাগ্যবতী।
জীবন যদি যায় তোমার অতি দারিদ্রতায়,
স্বর্গে তে স্তান পাবে তুমি মা দূর্গায়।