আমি নরপিশাচ আমি অভিমানী
আমায় নিয়ে গল্প করে সুখি জনেরা জানি
রাখব-না আর এই ভুমিতে আমি অভিমানী
রাজনীতি করিস তোরা আমাকে নিয়ে
ঐ দক্ষিণ  টুঙ্গি বাড়ি।
কেমন করে মারবি তোরা
আমার মাথায় বারি
দেখে নিব আমি, দেবো মন্ত্র ছুড়ে
কেমন করে থাকবি তোরা তিন এই ভূমিতে।
আমি প্রজিশনে আছি তোরা কি জানিস
আমি নরপিশাচ আমি অভিমানী
তাই-তো আমার বাক্য বলি
হায়ে কইলা পুঙ্গির ভাই
আর আনন্দের সীমা নাই ।।