ভালোবাসাতে নেই কোনো আকার
ঋতু তুমি তো নিরাকার।
সময়ে হোউ পরিবর্তন সময়ে -তে আহবান
যেমন-ই সৃষ্টি করেছে ভালোবাসা -কে দান,
ঋতু তুমি আবহাওয়ার প্রাণ।
যখনি মারি তুরি,শুধু তোমার কথাই মনে করি,
ঋতু তোমায় অনেক ভালোবাসি।
বিশ্বাস হচ্ছে না তাই -তো?
তুরি তুরি বলো দেখি, হাত দিয়ে বাজাও বলি
ঋতু আসছে তাড়াতাড়ি,
আমি শুধু তোমায় ভালোবাসি।
বারো মাসে ষড় রুপে তোমাকে-ই দেখি
শীতকালে শীতলতার দায়
লেপের খবর করি।
তুরী তুরী বলো দেখি,
যাকে আমি ভালোবাসি
তার নামটি আসে না-কি,
ঋতু আমি তোমায় ভালোবাসি।