শস্যমাঠ পতিত জমি, ছুঁই-ছুঁই হেমন্ত দুপুর,
              কখনো-সখনো, থক-থকে কাদায় ভর-পুর।
লক-লকে কলমি লতায়, সাদা বেগুনি ফুল,
              আইল ভরা কচি দূর্বাঘাসে, চোখ জুলজুল।


কৃষাণ-কৃষাণী, মিশেছে মাটি'র মায়া টানে,
              মজুর সাথে, যেন এক পরিবার বামে-ডানে।
হাসি আর তামাশা, উক্তি-যুক্তি গল্পমালায়,
               ভোর হতে সন্ধ্যাবধি, কাজে দু'হাত চালায়।


সূচ'না আবাদি জমি, পুড়ছে নাড়া-বিচালি,
              নেশা'য় ভরা ধূমের গন্ধ, উড়ছে ছাই-কালি।
পাখিরা খাবার খোঁজে, শিশুরা খেলা করে,
               আমি হারিয়ে যাই, বিষন্ন মনে অতীত ঘরে।