তোমার কিসের এত অহংকার? কোথায় তোমার ক্ষমতা?
পাজরের ভিতরে যে ধমনির সঞ্চালনকারী, তার বিশ্বাসে?
তার ক্ষমতার কি বিশ্বাস তার, কতটুকু চিনো- তুমি তাকে?
সে বড় নিষ্ঠুর হারামি, তাকে ভুলেও- আপন ভাবতে নেই!


ঘুরছে পৃথিবী তার সাথে সাথে'ই ঘুরছি মোরা, অষ্টপ্রহর!
মৃত্যুর পরও হয়তো ঘুরবো, পৃথিবী স্তব্ধ না হওয়া অবধি!
মিছি-মিছি সকল আদর আবদার, ধর্ম বর্ণ যুদ্ধের লড়াই!
সব রক্তের রং সকল রক্তের ঘ্রাণ এক, নেইতো- ভিন্নতা।


আদিম থেকে আজও অবধি, সবাই একই বন্ধন ডোরে,
দুই কালেরই যোগসূত্র পরমাত্নার সাথে, সকল নর নারী।
চোখের রূপেই পরম হিংসা, মনের রূপেই আধাঁর ভাবি,
আধাঁরে কত সুখ চোখ বুঝে দেখ রূপ, আপন খেয়ালে।