তুমি ভালোবেসে'ই দিয়েছিলে অমৃত সুরা, খেয়েছি আমি,
বিষও যদি হয়! তবুও সেটা ছিলো পূর্ণ ভালোবাসায় গড়া।
আমার বিশ্বাস ছিলো তোমায়, মৃত্যুর মতো ছিলো সততা,
বিষ দিয়ে'ছ তাতেকি, এখনো ভাঙেনি সেই বিশ্বাসের ঘর।


আমি খেয়েছি বিষ, যন্ত্রণায় ভো'গ তুমি একোন প্রতিদান,
তোমার পাওনা বুঝে তুমি! আমারি পাওনা দিয়ে'ছ ঢেলে!
তুমি আর বলোনা ভালোবেসে'ই বিষ ঢেলেছ, অমৃত বলে,
আমি না হয় ভোগে যাবো, তুমি থেকো সুখে অনন্ত কাল।


ভালোবাসায় শত্রুতা নেই, দুই জনার মিত্রতা-ই চিরকাল,
স্বার্থে লাগে তৃতীয় জনার, তাই সেঁধে আসে ভাগ বসাতে।
সুখের ঘরে আগুন জ্বেলে, তাহারা মজা লুটে দূর- থেকে,
ভালোবেসে বিষ যদি দাও, তাকেও অমৃত-ই. ভেবেনিবো।