নীলা-          
... ... তুমি বড় ভাগ্যবতী, এক মাত্র তুমি'ই তোমার তুলনা,
ঘুরেছি দেখেছি, অজস্র পাড়া থেকে পাড়াগাঁয়েরই কন্যা।
কতই রূপসী-রূপবতী, কতই সরলা-অবলা মাধুরী-ললনা,
শুনেছি কত বায়স কন্যার কন্ঠ, কোকিলা কন্যার মোহনা।


নীলা...
... ... যতই দেখেছি যতই হয়েছে পরিচয়, তুমি'ই একজন,
যতই চাই তোমাকে ঘৃণা করতে, ততই তোমাতে স্হির মন।
আমার নিখাদ ভাবনা সব অস্থিরতা, শুধু তোমাকে জুড়ে,
পারিনা ভুলে যেতে দুরে যেতে, না পারি তুলে নিতে ঘরে।


নীলা...
... ... আমার এই এলোমেলো জীবনের, কি লক্ষ বুঝিনা,
বড় দোটানার জীবন, না হইলাম সাধু, সংসার ও হলোনা।
একাকী জীবনের কি যে কষ্ট, হয়তো তুমিই অনুভব কর,
আমিও চাইনা অপেক্ষায় থাকো, তুমিই মহান তুমিই বড়।                                                                      
                                                                   - আবির।