নীলা...
তোমার দেওয়া কষ্ট নিয়ে বিদায় নিলাম, এই- ধরা থেকে,
আমার অপরাধ, আমি প্রেম চেয়েছি ভালোবাসা চেয়েছি।
প্রেম ভালোবাসা দিতে চেয়েছি, বাঁচতে চেয়েছি সুখদয়ে,
চেয়েছি নির্ঝরা তারার মতো ফুঁটে থাকতে এই পৃথিবীতে।
নীলা...
আমার যশ, স্বপ্ন সব পুড়েছে উশৃঙ্খলিত জীবন ধারায়,
রণক্ষেত্রে যে- সুখ্যাতি ছিলো বিসর্জিত তোমার কারণে।
জানিনা আমার সাথে যা হয়েছে, সেটা আমি কি বলবো,
এটা প্রতারণা নাকি, আমার জীবন ধ্বংসের সুকৌশল।
নীলা...
এখন উঠোন আমার শ্লেট, হাতের অনামিকা পেন্সিলে,
তোমার নাম লেখি আলপনায়, সারাবেলা উঠোন ভরে।
এঁকে যাই- মনের মাধুরির রঙে, অচেতনে তোমার ছবি,
আকাশের মুক্ত ক্যানভাসে, বিরহে’র তুলির’ই আঁচড়ে।
নীলা...
তোমার বিরহে আমি এতো’টা  চেতন-অচেতন ছিলাম,
প্রেমান্ধে মানুষ ভাবতাম না, সব যেন আমার প্রতিদ্বন্দ্বী।
মানুষের মাঝে নারী সবচেয়ে অবহেলিত আরও ঘৃণিত,
অবশেষে চিরকুমারে সাধু সেজেও ব্যর্থ এবং বেথিতো।
নীলা...
আমি অনুতপ্ত লজ্জিত তোমার কাছে বিনয় ক্ষমাপ্রার্থী,
ক্ষমাপ্রার্থনা করি যাদেরকে মানুষ বলে ভাবিনি কখনো।
আমি ছিলাম সুন্দর ধরাতে এসেই করেছিলাম কলুষিত,
কলুষ আমি নিয়ে গেলাম, সাজাও তোমরা সুন্দরে ধরা।
ইতি
বিদায়ী।