কথার ঘুর্ণি সারাবেলা, উথাল-পাথাল পাঁজর গহীনে,
গোপনে নোনা জল রক্তে মিশে একাকার রক্ত কনিকা’য়।
তুমি ছিলে- স্বপ্নের মতো একদিন আমার অতি মনোবনে,
কষ্ট হয় সন্ধ্যায় আঁধারে মিলিয়ে যাওয়া সে স্মৃতি ভাবতে।


ভালোবাসায় ছিলো গভীরতা অভাবনীয় কল্পনার অতীত,
অনাকাঙ্ক্ষিত জলস্রোত, নিমিষে স্বপ্নের ঘর ভেঙে দিলো।
মিলিয়ে গেলো গহীন সাগরের টইটম্বুর জলের বালুকণায়,
সবাই দায়মুক্তি চায়! প্রকৃতির নিয়মে তুমিও ব্যতিক্রম নও।


আমাকেও ছাড়তে হবে ঘর ছিঁড়তে হবে এই মায়ায় বাঁধন,
সব’ই বুঝি দৈর্ঘের ডুরিও দিনে দিনে’ই ছোট হয়ে আসছে।
তবুও কত মায়াবী আবেগ, বেঁচে থাকার অন্তহীন আকুতি,
এই- প্রার্থনা, সুখ হোক প্রতিটি জীবের অনন্ত ঘুমের মাঝে।