যে মেয়েটা'কে তোমরা দেখছো, ছিন্ন বস্ত্রে ঘুমিয়েছে!
কে জানো? এক টুকরো বাংলাদেশ,বাংলার- রূপক।
হ্যা- শ্রদ্ধেয় বড় বোন, আমাদের আদরের ছোট বোন।
আমাদের মেয়ে! বড় অভিমানী, তুমি দেখ- কত শান্ত!


দুই উরুতে রক্তিম রেখা আঁকা-বাঁকা, বুকেতে আঁচড়!
সেটা কি তুমি জানো?না,জানোনা!বাংলার মানচিত্র।
স্বাধীনতা ছিচল্লিশ বৎসর কাঁটলো, আমরা পরাধীন!
সত্যি-ই, আজও পারলাম না সভ্য হতে, মানুষ হতে।


এই- স্বাধীন মাতৃ-ভূমিতে আজও হায়নাদের থাবা!
শুনি,শিয়াল কুকুরের কদাচিৎ ঘেউ,ঘেউ চিৎকার।
পথে-ঘাটে, হাসপাতালে,কুঁকড়ে যাওয়া ধর্ষিত মুখ!
দেখতে হয় মা-বোন, মেয়ের রক্তাক্ত উলঙ্গ শরীর।


আর কত- সহ্য করা যায়!মা- জাগো,বোন জাগো!
ঐ- মেয়ে আর মুখ বুজে থেকনা; ঘোমটা তোলো।
কেন থাকবে নিশ্চুপ! শিয়াল-কুকুর,হায়নার ভয়ে?
রুখে দাঁড়াও ওরা পিছু হটবে!পাশে থাকবে মানুষ।