ধর্ষণ করে ধর্ষক, ধর্ষিত হয় সমাজে লোক দর্শনে!
পুলিশ বাবু লাল চোখে,কথায় ধর্ষণ হুমকি-দুমকি।
ছাড়েনা উকিল বাবু ও, টাকার দামে জেরার নামে,
ডাক্তার বাবু পরিক্ষার নামে, করে হাত-মুখে কর্ষণ।


তাই- লজ্জায় ধর্ষিতা, মুখ বুঝে মেনে নেয় নিপীড়ন,
আকাশের তারা আইনে তত ধারা,তাই করে বাছাই।
আইন বড় জটিল, সে যে অন্ধ,সত্য মিথ্যা যাচাইয়ে,
দোষ কি পুলিশের উকিলের, অথবা ডাক্তার বাবুর।


তবে- ধর্ষিতার ও সাহস মিলে,সমাজিক সায় দিলে,
যাচাই বাছাইয়ে শুদ্ধতা চাই,সত্য জয় মিথ্যার ক্ষয়।
সবাই কি ধর্ষক?না,হাতে গোণা ক'জন,এই সমাজে,
বিচার চাই ধর্ষণের, ধর্ষিতার নয়, হোক সমাজ বুলি।


ধর্ষক ঘুরে সিনাফোলে, ধর্ষিতা মরে গলে রশি তুলে,
লজ্জা-ই যদি হয় সেতো ধর্ষকের,কিন্তু ধর্ষিতার নয়।
ঝেড়ে ফেলো, ধূলি-কণার মত, তোমার এই- কলঙ্ক,
বাঁচ শিরদারা উঁচু করে, মরুক সে,তুমি কেন ঝরবে?