ঘর থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে বিশ্ব,
ময়লায় পরিপূর্ণ!সবাইতো সচেতন তবু করেনা স্পর্শ।
চারদিকে-ই, হাঁকা-হাঁকি, কে শোনে কার, ডাকা-ডাকি,
আজ, সবায়ই চলে একাকী, বিবেক কে শিকায় রাখি।


ভয়কে তোল শিকায়, বিবেক নয়, অন্যায়ে তোল ঝড়,
কর্ষণ-ধর্ষণ মাদকে আকর্ষণ, মানবতা লুন্ঠন প্রতি ঘর।
কারও আছে কি? হিম্মত! এই একুশ শতকের-ই বিশ্বে,
একজন ঝাড়ুদার, খুবই দরকার!যে নিয়ে যাবে শীর্ষে।


দেশ বাঁচাও, বাঁচাও সোনালি বিশ্ব, ধরে মানবতার হাল,
শিকড়্ উপড়ে ফেলো, যারা ছড়িয়েছে মাদকের জাল।
ঘর থেকে সমাজে, দেশ থেকে বিশ্বের, রাখতে ইজ্জত,
ঝাড়ুদার চাই- শক্ত মুঠের, বাঁচাতে আমাদের ভবিষ্যৎ।