ত্রিশলক্ষ শহীদের রক্তে, বাংলার স্বাধীনতা,
দেশটা স্বাধীন হবে! তাই কতনা স্বপ্ন ছিলো।
মনের মত করে লিখবো কবিতা, গল্পমালা,
গলা ছেড়ে গাইবো, নজরুল,রবীন্দ্র,লালন।


কৃর্তী-মানবদের গড়বো, ঐতিহাসিক ভাস্কর্য,
মোড়ে, মোড়ে-ই থাকবে,শোভনীয় প্রতীকী।
দেখবে ভবিষ্যৎ প্রজম্ম, জানবে...ইতিহাস,
কাঁদবে নীরবে...গর্বে হাসবে এই দেশ নিয়ে।


সব স্বপ্ন-ই ধূলিসাৎ, গুমড়ে কাঁদে ইতিহাস,
শহীদের রক্ত কলুষিত করে জাতের হারামি।
যে দেশ'টা ছিলো সকল জাতির,পূর্ণ বাগান,
সে দেশ এখন জাত ফাঁদে,স্বাধীনতার নিদান।