ঝড় কবলে মন, উড়ছে ধূলিকণা আকাশ- গুচ্ছ মেঘে,
সরে গেছে আলোর ঝলক, নিথর পাখিদের কোলাহল।
শালুক দল উপুর চিৎকার, থর-থর কাঁপুনি শালুক ফুল,
ক্ষুধার্ত কলো ভ্রমর, জীবন বাঁচাতে পথ খোঁজে ঠিকানা।


দিন ভাগেই রাত্রি, মূল্যহীন ঘড়ির কাঁটা বন্দি কাঁচ ঘরে,
টিক টিক সময় যায়- শব্দ আসে, শিরায় জাগে শিহরণ।
অমানিশা কিংবা পূর্ণিমা, সমান তালেই চলে ঝড়ে ঝড়ে,
হাত বাড়াই শক্তমুঠে, আশ্রয় খুঁজি কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে।


বিশ্বাসী ঘর সংস্কার করি বিক্ষত মনে, একদিন দাঁড়াবো,
মনে মনে আলো দেখি, কোলাহল ধ্বনিত সোনার বাংলা।
আলো আসে- বিকট শব্দে, পুড়ে যায় সাজানো স্বপ্নপুরী,
আরও পুড়ে দেহের অগ্রভাগ, জেগে থাকে শুধুই নিশ্বাস।