কোন এক শীত শিশিরে, ভিজে ছিলো ঝড়ের পাতা,
প্রাণপুর্ণ শিশির ভেজায়, ভুলে ছিলো ছিন্ন নাড়ি হারা।
শত পদদলিতে দুঃখ নেই, দুঃখ নেই অর্কের দ্যুতিতে,
তবুও অপেক্ষা ঘন-শিশিরের, আবার মিলন অতিথি।


ছায়ার হাত ধরে সন্ধ্যা আসে, শিশির আসে কোমলে,
রাত গভীরে লেপ্টে দেয়, শিশিরজল ঘুমন্ত পৃষ্ঠা ভাগ।
শান্তি'র ঢেঁকুর তুলে ঝড়ের পাতা, আঁকড়ে ধরে মৃত্তিকা,
বেঁচে থাকে শীতের শিশিরে, ক্ষণিক কাল ঝরাপাতায়।


ঝড় আসে ফাগুন হাওয়ায়, দক্ষিনা সাগর বুক চিঁড়ে,
শূন্যে উড়ে ঝড়ের পাতা'য়, ঘূর্ণির সাথে প্রভূত জঞ্জালে।
আশ্রয়ে ভিক্ষা মাগে, বৃক্ষ শাখা-পাতে শান্তির ভূপৃষ্ঠে,
আসে বৃষ্টি জল গড়ায় নর্দমায়, ক্ষয়ে যায় ধীরে ধীরে।