কবিতায় যদি- সংসার ভাঙে, লিখবোনা কবিতা,
কবিতায় কেন যৌনতা খুঁজো, খুজো প্রেয়সী মন।
কবিতায় জীবনের মর্মতা, গভীরে উপলব্ধি করো,
কবিতায় মন খুঁজে, প্রেম সোহাগ খুঁজো নিশ্চিন্তে।


কবিতা স্নিগ্ধতা উষ্ণতার পরশে কোমলে নারীত্বে,
কবিতা ও নারী ফুলের মতো সুন্দুরে হয় বিকশিত।
কবিতা ও নারী মায়ার পূজারী, কৃষাণে কাদামাটি,
কবিতা হার না মানা জীবন সংগ্রামে পাথেয় পথে।


কবি তুমি কৃষাণ কৃষাণীর, জলে ডুবা দুধে আলতা,
কবি তুমি মায়ের স্বপ্ন, ষোড়শ বোনের রঙিন ফিতা।
কবি তুমি পিতার ভালোবাসা, ভাইয়ের আদর শ্রদ্ধা,
কবি তুমি নিগূঢ় দেশপ্রেম,সব দেহধারী ভালোবাসা।