মা- আমি ঘুমাবো শান্তির ঘুম, তোমার এ বুকে,
মাগো- জাগিও না আমায়, খাবার নিয়ে ডেকে।
তুমি মাথায় হাত বুলিয়ে দাও, গল্পের সুরে,সুরে,
সারাবেলা হৈ-হুল্লোড়ে ক্লান্ত, এই অলস দুপুরে।


মাগো- তোমার বুক কত উষ্ণ, হাত কত শীতল,
তোমার বুকের গন্ধ শুঁকে, থাকবো ঘুমে অতল।
না জাগি মা তোমার-ই শিশু, কোন কোলাহলে,
জাগিলে আমি ব্যথিত হবে,মোর নয়নও জলে।


মাগো- কত সুখ-শান্তি, তোমারি আঁচল ছায়ায়,
কত মধুর আহ্বানে ডাকো,মোরে কত মমতায়।
আমি ঋণী সালাম তোমায়, গর্ভেও জন্ম নিয়ে,
আমি গর্বিত হ্যা গর্বিত, তোমার মতো মা পেয়ে।