তুমি যদি ফাঁকি দিয়ে, আধাঁরে-ই মিলিয়ে যাবে,
তবে কেন-ই দেখালে, এতো আলোর ঝলকানি।
যদি তোমার  মনে ছিলো এই, খেলার-ই আগে...
ভাঙবে-ই ঘর, প্রয়োজন কি ছিলো ঘর বাঁধিবার।


সব-ই ভুল!মিছে-ই ছিলো, খেলা ঘর সাজাবার ,
জানি...একদিন যাবে চলে,আমিও যাবো ঝরে।
সময়ের ডাকে, তবে তা- ধীরে,ধীরে খেলা শেষে,
এতো কি ছিলো তাড়া? আলোতে আঁধার খেলা।


তুমি দেখ অভিমান টুকু, দেখলেনা ভালোবাসা,
আজ আমিও বুঝি! কেন এতো বেসেছি ভালো।
আমার কপালে সুখ নেই,তাই রাগ ঝেড়েছ, তুমি,
তুমি সুখে থাকো, আমিও আসবো হয়তো কাল।