আবির; জীবন এতো পানসে কেন?সে কি তোমায় বিহনে?  
আমিতো সংসারী, অষ্টপ্রহরই কাঁটে, পার্থিব জীবন বহনে।
তবে- কেন? মনের মাঝে লুকোচুরি খেলা করে অনায়াসে,
জীবনের কালো আঁধারের পথে... উঁকি দিয়ে স্মৃতি হাসে।


আমিতো অসুখি নই ধার্মিক ও বটে, তবে কেন এমন হয়?
আবির; তুমি কি বলতে পারো? আমার কোথায় পরাজয়!
জীবনের পথে যত'ই সম্মুখে যাই, ততো'ই কালো ছায়ায়-
মনের গহীনে আঁকড়ে ধরে-পড়ে, কালো গ্রাসের- মায়ায়।

তুমিও'তো দেখেছ! ক'জনই বা আছে আমার মত সুখী!
আমিতো অভাবি নই... সবইতো আছে তবে- কেন দুঃখি।
কিসে অভাব আমার সব চাহিদাই পূরণ, শুধু তুমি ছাড়া,
বুঝিনা আবির; তবে কি সেটা তোমার নিঃশ্বাসের তাড়া?
                                                                          *
                                                                      -নীলা।