নীল আকাশের নীচে, সবুজের শামিয়ানা,
শীতল মাটির পরে, দূর্বা ঘাসের গালিচায়।
তুমি তুমি আমরা সবে, আলসে মজলিসে,
রজনী করিবো ভোর, যদি- এসো এঁ গাঁয়ে।


চাঁদের রূপালি আলো, তারার ঝিকিমিকি,
ডুবে যদি- চাঁদ, দিবো মোম আলো জ্বেলে।
বন সাজানো, জোনাকি পোকা চারি-দিকে,
রাখিবে আলো জ্বেলে, আঁধারে পুলকিতো।


গাছে গাছে পাখির গান, ভোর আলোছায়া,
লালিমা আকাশ, ঝিলি-মিলি কাঁচারোদ্দুর।
জলে হংস সারি, খেলাকরে ডাহুক ডাহুকি,
এসো অলস সময়ে নগর ভুলে, পাড়া গাঁয়ে।