চলো বৃষ্টিতে ভিজি,ফিরে যাই তুমি আমি সেই কৈশোরে,
সব বাঁধা অতিক্রম, শিউরে শিউরে উঠুক পশম শরীরে।
খোঁপা মেলে এলো-কেশে, চলনা- একবার বৃষ্টির জলে,
গা- ভাসা'ই হাতে রেখে হাত, কোন এক অকারণ ছলে।


তোমার ঐ ঘণ-কালো কেশে, বয়ে যাওয়া জলের ধারা,
চলো আর একবার, চেয়ে চেয়ে আমি হই পাগল-পারা।
আজ এই- আনচান মন, দুইজন জলধারায় জল ক্ষণে,
আমি থাকবো আধো-নগ্ন, তুমি থেকো চেয়ে মোর পানে।

চলনা ছুঁই বৃষ্টির জল, গা হোক শীতল আজ অবেলায়,
ভেঙে সকল লজ্জা-কোলাহল, জীবনের প্রান্ত-শালায়।
কিসের মৌনতা কিসের জড়তা, তুমি-আমি একাকার,
দুটি মন হোক ময়ূর-ময়ূরী, আজ বসন্তের জ্যাতি-কার।