দেহের ভিতরে যে হিংস্র সিংহ'টা, প্রায়'ই গর্জে উঠে,
জ্ঞান খাবারে তৃপ্তি মিটেনা, সর্বময় শুধু হিংসা করে।
মনের জাত ভাই! কাল সাপ'টাও, ফোঁস-ফাঁস করে,
নিত্য দুধ কলা দেই, মনকে এক সাথে রেখেই বুঝাই।


ভালো ও মন্দ বুঝিস'না?কি দরকার প্রতিবাদ করার,
যে যেভাবে বুঝে বুঝুক, তাতে কি তুমি সরলেই চল।
ভালো করতে মন্দ হয়, চুপ-চাপ দেখ,সময় আসবে,
হাতে-মুখে না'ই'বা পারলে, কলম চলুক লিখে যাও।


সত্য কলমের মৃত্যু নেই, প্রতিভা- কখনো হারায় না,
ক্ষণিক ঘুমে আচ্ছন্ন থাকে, সময় মত জেগে উঠবে।
মিথ্যা যুগে সত্যকে গালি দিয়েই,দমিয়ে রাখতে হয়,
তা'না হলে সত্য হারবে,কলম হারবে,হারবে প্রতিভা।