ভালো বাসার কার্পণ্য ছিলনা,
                     ছিলোনা, নিসর্গে কার্পণ্যতাও।
জলের স্রোতের মতোই ছিলো,
                    তার পরও, ভালবাসা হলো না।


ভালোবাসার, পরিপূর্ণতা নেই,
                     বুকের চাপা পড়া, ব্যথা জাগে।
রাতের...আধাঁরে, আবডালে,
                    উকি দেয়, বলে...তুমি কি সেই।


কত নদী, নালায়, ডানা ঝাঁপটায়ে,
             বনের পর বন, কাটাঁয় কাটাঁয় রক্ত।
সোনালি দিনের... আশায় আশায়,
             পাহাড় ভাংলে, মরুর পথ মাড়িয়ে।


কত দূর নদী তীর, ক্লান্তির অবসান,
                কত পরে শিশিরে ভেজানো হাত।
দু'মুঠো, সোনালি সন্ধ্যার আলো,
                 স্বীয় আশ্রয়, জীবনের শেষ গান।