চারদিকে থৈথৈ জল, নতুন দ্বীপে, নতুন বসতি,
ঢেউয়ে'র- ধপ-ধপে জলোচ্ছ্বাস, ঝড়ের লিলা।
যতটুকু চোখ যায়, প্রাণহীন, ধব-ধবে জলরাশি,
ঝিলমিলে, ঢেউয়ে চোখে রেখে, কাঁটে নিশুতি।


ভাবনায়- কিশোর থেকে যৌবন, আজ কোথায়?
সানগ্লাসের রঙ্গিন স্বপ্ন, এখন...মোটা কাঁচে বন্দী!
চাই'না... অতীতের ভাবনা গুলো, জড়ো হোক,
কষ্ট দিয়ে রাখি, এ হৃদয়কে, থাকুক নিঃসঙ্গতায়।


ভাগ্যকে- বরণ করেছি, বনবাসে... একা থাকার,
লোনা জলে...ভাস'বো, দুঃখ আছে! কে শোনে?
ক'ত-সুখ, একা- চলার, সবার'ইতো চাওয়া সুখ,
না- হয়, নিলামে'ই নিলাম, দুঃখ দ্বীপের কারবার।