কি এমন হতো ক্ষতি, সেই দিন যদি, তুমি আর আমি,
বন্ধু আর বান্ধবী থেকে, আমরা হতাম, স্ত্রী আর স্বামী।
সে- কি পেয়েছে, কি হারিয়েছে,এই- সমাজ, জানিনা,
যা হারিয়েছি, তুমি আর আমি, একজনমে পূর্ণ হবেনা।


আজ- বুকে যে ব্যাথার পাহাড়, চোখ যে জলের দ্বারা,
সব-ই দিয়েছে, ঐ নিন্দুক স্বার্থবাদী, সমাজের তাহারা।
দেয় ধর্মের দোহাই, তাদের আছে, ফুলকি কথার ঝুড়ি,
আরোও আছে, ভাড়াটিয়া লাঠিয়াল, পুরুষ কি নারী।


ভয়ে'ই হয়েছে ভুল, কেন ভাঙ্গিতে পারিনি, সেই প্রথা,
সোনার সংসার, ভরিতো হাসিতে, থাকিতো না ব্যথা।
কে'ন আজ- হাহাকার, কে'ন আজ,দির্ঘায়িত নিঃশ্বাস,
তাহাতেই হারিয়েছি, এই সমাজ সংসার, ধর্মের বিশ্বাস।