আমার আছে কাজ ঘর, তোমার জন্যই সাজঘর,
চপল আঁখির ইশারয়, কঠোর দেহী শিথিল নাগর।
তুমি, পিপাসির সুখের ভান্ডার, আমি ক্লান্ত আসর,
আমি বল, তুমি সুখ, দুজনে গড়বো মিলন বাসর।


হিরা কাঞ্চন, সোনা রুপার, দামী গহনা, মটর গাড়ি,
গড়ে নিবো লতা কুঞ্জ, নাইবা হলো, দালান বাড়ি।
আমি শুক তুমি শারি, এই স্বপ্নযাত্রায়, জীবন পারি,
নিশি সুখে গাইরো দুইজন, ভাটিয়ালী জারি সারি।


মাটির মানুষ মাটিই হবো, দুঃখে পুড়ে খাটি হবো,
কারোও কাছে সুখ নিবোনা, দুইজনই এক রবো।
ধর্মই কর্ম, কর্মে ধর্ম মিলে, স্বাধীন মনের স্বাধীন পণ,
তুমি আমি, সকল বাঁধন ছিন্ন করে, হইবো গমন।