ভালবাসায়- মরিচা ধরেছে, প্রতিটি...পরতে পরতে,
ফাগুন আসে, ঝরা ফুল নিয়ে, বর্ষা ও আসে শরতে।
সে- চলে যাবার পর থেকে, ঘসা মাঝা নেই, সেথায,
চকচকে- দুধে আলতার রং, এখন শুধু'ই জীর্ণতায়।


সে- যে পথে চলে যাওয়া, সে পথ ও থমকে গেছে,
দু'পায়ের...ধূলিকণা, নিরবে ডাকে- বেদনায় কাছে।
বাতাসে, শাড়ির আঁচল খানায়, বার-বার রুদ্ধ পথ,
পিছু-পিছু ডাকি তোমায়, ময়না, লক্ষী সোনা, কত।


ছায়া'ময় মেঠো পথে, এ গাঁ থেকে ঐ গাঁ, তার পর,
নগর পথে পা- কতটুকু সুখে আছো, ফেলিয়া ঘর।
আজও- আমি দাড়িয়ে, এ নির্লজ্জ ভালোবাসায়,
তুমি আসবে, হয়তো একদিন,সে আশায় আশায়।