সারাটা জীবন ভর, আমি মাইর খেতে খেতে, নিজেকে হারালাম,
আমি হাত তুলিতে তুলিতেই, তাহারা দুই এক ঘা লাগিয়ে দিলো।
এই পৃথিবীর সবাইতো দুর্দান্ত, সিঁড়ি বেয়ে চাঁদে উঠে, আমি দেখি,
বাপরে বাপ তারা কত চালাক, আর আমি বোকাই রয়ে গেলাম।


এত ভয় এত সংশয় এত ভীরু মন, কি করে পারি, এই জগৎময়,
সবাই টেক্কা মারে হাত উচিয়ে, ডিংগিয়ে চলে করে লাফা লাফি।
চোরের ঘরে চুরি সেয়ানের সাথে বাটপারি, মিছামিছি ভুরি ভুরি,
করিয়া সিনাজুড়ি কত রঙ্গে ঢংসাজে, ওরে বাবারে করিতে জয়।


আমি আছি এখনো সেই, চিরচেনা চিরজানা তে'মাথার কোনে,
কত জন'ই আসে যায়, কতক সাথেও পরিচয়, কথার বিনিময়।
ছোঁয়া লাগেনি আজও, আধুনিক নামের, আমার'ই সরল গায়ে,
নাড়ায় চাড়ায় কি জানি কি হয়, মনে বড় ভয়, এই সরলা মনে।