ধর্ম সেটা আমার নিজস্ব সত্ত্বা, আমার বিশ্বাস, নিগম সাধনা,
হাক ডাকের কিছু'ই নেই, কে আছে এই- জগৎময়ে ধর্মহীনা।
যাহা কিছু'ই সৃষ্টি ভূ-মন্ডলে, সবই যার যার ধর্মে অতিবাহিত,
যত- প্রাণী, প্রাণহীনা সব পদার্থ'ই, থাকে নিজের ধর্মে নিহিত।


যখন বয়ে চলে, ঝড়র সাথে সাথে বৃষ্টির জল, এই ধরা ধামে,
শোনেনা কারও কথা নিজে নিজে বয়ে যায়, ডান আর বামে।
খরায় পুঁড়ে বনকে বন উজার, ধরার বুক চার পাশ হাহাকার,
সৃষ্টির পরে'ই মৃত্যু আসিবে চলিত বিধান, নৈসর্গিক কারবার।


মুকুলিত হয়ে সবুজে ভরে পল্লব, মাঠে ফুঁটে কাঁশ ফুল সাদা,
বহমান নদীর স্রোতে কেন বাঁধা, সরলা মনে কেন তবে ধাঁধা।
বিকশিত হোক জ্ঞান সংঘের বাঁধাহীন, চলা বলার স্বাধীনতা,
নৈসর্গিক ভাবে আসিয়া এ ভবে, কেন তবে এত পরাধীনতা।