কালাচাঁদ;- কেন আমাকে স্পর্শ কর? সেই স্পর্শের শিহরণ,
আমায় সারারাত ভাবায়, নির্ঘুম কাটা'ই রাত, কেমনে বাঁচি!
বুকের বাম পাশে ব্যাথা অনুভব করি, আসলে'ই সেটা কি-
হৃদয়ের স্পন্দন? নাকি সত্যিকারে আসন্ন ঘনী-ভূত মরন।


কালাচাঁদ;- তোমারও কি এমন হয়? অশান্তির রাত জাগা,
ভাবতে-ভাবতে ভোরের পখিরাও জেগে উঠে, তারা গুলো-
মিলিয়ে যায়- ভোরের আলোর সাথে'ই, তখনো অসমাপ্ত'ই-
থাকে ভাবনা গুলো, তুমি'ই বলো- শুধু আমিই কি অভাগা।


কালাচাঁদ;- আমায় বাঁচতে দাও, তুমি আমার সুখ বুকের-
ধুক-ধুকানির পথ্যাপথ্য, তুমি ছাড়া এই- আর কে বুঝবে।
তুমি'ই বুঝ মনের ভাষা, চোখের ভাষা, তোমার'ই চেনা-
জানা, প্রতিটা অলি-গলি, একান্ত আমার ঠিকানা সুখের।


কালাচাঁদ;- তোমার- প্রথম দর্শন- প্রথম স্পর্শ ,ভুলার নয়,
যে- যাহা'ই বলে...বলুক,তোমার নিলীন রূপের আর্দ্রতায়।
আমার অপ্রকাশ্য উষ্ণতার,পিয়াস মিটিয়েছ, এইতো সুখ,
আর নেই ভয়,সারা জীবন কান্নার চেয়ে- করতে চাই জয়।